মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন আবাদকারী তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলা কষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৫০০ শত জন উপকারভোগীর মাঝে ৫ কেজি করে রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি করে সার বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম প্রমুখ।
কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বর্তমান সরকারের কৃষি প্রণোদনার আওতায় কৃষকের মধ্যে ভর্তুকিমূল্যে পাওয়ার টিলার, হার্বেষ্টার মেশিনসহ কৃষি উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, সার, বীজ, পুষ্টি বাগান সাজাতে যা যা দরকার তার সবটাই বিতরণ, কৃষক সমাবেশ মাটির স্বাস্থ সুরক্ষায় জৈব সার হিসেবে কেঁচো কম্পোষ্ট সার আর সবুজ সার হিসাবে ধৈঞ্চার চাষে উপজেলা কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে কাজ করে যাচ্ছেন আপনারা আমাদেরকে সহযোগিতা করলে কৃষিকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ দেশের কৃষক হচ্ছে দেশের প্রাণ। সরকারের স্মাট বাংলাদেশ গড়তে আপনাদেরকেই প্রথমে এগিয়ে আসতে হবে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগন, সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।