• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উজানচর জামতলা উচ্চ বিদ্যালয়ের ১৫শিক্ষার্থীকে আর্থিক সহায়তা রাজবাড়ীতে বিএনপি’র রোড মার্চ সফল করতে ছাত্রদলের ঘোষণা রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত রাজবাড়ী মাটিপাড়া হোণ্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মিছিল আ.লীগ নেতা টিপুর উদ্যোগে কালুখালীতে প্রধানমন্ত্রী’র জন্মদিন পালিত দৌলতদিয়া থেকে ৫০ গ্রাম হেরোইনসহ ২জন গ্রেপ্তার কালুখালীর বোয়ালিয়া ইউনিয়ন আ. লীগের কর্মী সভা অনুষ্ঠিত রামকান্তপুর ইউপি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা রাজবাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

গোয়ালন্দে সোনালী অতীত খেলোয়াড়ের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদকঃ / ৪৬ পোস্ট সময়
সর্বশেষ আপডেট শনিবার, ৮ জুলাই, ২০২৩

শামীম শেখ : রাজবাড়ীর গোয়ালন্দে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে ও সোনালী স্মৃতি ফিরিয়ে আনতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বিকেল ৫ টায় বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। ম্যাচটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী।
খেলায় খেলোয়াড়রা দেশের জনপ্রিয় দুটি দল মোহামেডান স্পোর্টি ক্লাব সমর্থক একাদশ ও আবাহনী ক্রীড়া চক্র সমর্থক একাদশে বিভক্ত হয়ে অংশ নেন। খেলোয়াড়দের বেশিরভাগের বয়স ৩৫ বছরের উর্ধ্বে। খেলায় সোনালী অতীতের খেলোয়াড়ের মিলনমেলা ঘটে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। উদ্বোধক ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। এছাড়া উপজেলা চেয়ারম্যান মোহামেডান ও পৌর মেয়র আবাহনী সমর্থক দলের অধিনায়ক হয়ে খেলায় অংশ নেন। সভাপতিত্ত্ব করেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা ও উজানচর ইউপি সচিব মোঃ ইব্রাহিম সরদার প্রমুখ। শতশত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। প্রীতি ম্যাচ সম্পর্কে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন বলেন, যুব সমাজকে খেলার মাঠমুখী করতে, খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং সাবেক খেলোয়াড়দের একটা মিলন মেলা ঘটাতে আমরা এ উদ্যোগটি নেই এবং তাতে ব্যাপক সাড়া পাই। প্রীতি ম্যাচটিতে সোনালী অতীতের স্থানীয় খেলোয়াড়সহ সুদূর চট্টগ্রাম জেলা হতে সোনালী অতীতের সাবেক ৩ জন ফুটবলার আবাহনীর হয়ে এ খেলায় অংশ নেন। তারা হলেন বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির চেয়ারম্যান মো. সালাহউদ্দিন জুয়েল, চট্টগ্রাম জেলা টিমের সাবেক খেলোয়াড় মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ করিম। খেলায় আবাহনী সমর্থক ৬-১ গোলে মোহামেডান সমর্থক দলকে পরাজিত করে। আবাহনীর হয়ে মোহাম্মদ পারভেজ ২ টি, সালাউদ্দিন জুয়েল ১ টি, নজরুল ইসলাম মন্ডল ১ টি, ফরহাদ হোসেন ১টি এবং জায়েদুল ইসলাম ১ টি করে গোল করেন। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সাইফুর রহমান পারভেজ। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে শুভেচ্ছা ট্রফি তুলে দেন।
বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল্যাণ সমিতির চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন জুয়েল বলেন, এ রকম একটি প্রীতি ম্যাচে অংশ নিতে পেরে আমরা অনেক আনন্দিত হয়েছি। খেলায় উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি ও পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডলের অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করেছে। এরকম একটি চমৎকার আয়োজনের জন্য গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেনসহ একাডেমীর সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্তি সহ সকল প্রকার ক্ষতিকর দিক হতে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষে তিনি শীঘ্রই পৌর এলাকায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন। এ সময় তিনি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান। উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি বলেন, খেলাধুলাসহ সকল ধরনের ভাল কাজে তার পক্ষ হতে সব সময় সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরিতে আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

error: Sorry buddy! You can\'t copy our content :) Content is protected !!