স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কৃতি সন্তান একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী শিল্পী মনসুর উল করিমের জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে এ স্মারকলিপি তুলেদেন, চিত্রশিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আহবায়ক কবি খোকন মাহমুদ, উপদেষ্টা আজিজা খানম, সাইফুল ইসলাম সোহাগ, কবি আশ্রাফ বাবু প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান আগামীতে জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারী ভাবে পালনের ব্যবস্থা গ্রহণের আশ^স্থ করেন।