স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ, বাস্তবায়ন ও অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঔষধ ব্যবসায়ীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ে বিসিডিএস পাংশা উপজেলা উপ-শাখার কার্যকরী কমিটির সাথে মঙ্গলবার এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সভাপতিত্ব করেন, বাংলাদেশ চেম্বার অব কমার্স রাজবাড়ীর সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেখ মোঃ আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মোহাম্মাদ মাহফুজুর রহমান।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করনের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা সমুহ, আইন বাস্তবায়ন,ও অধিকতর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে করনীয় সম্পর্কে এবং সরকারী ও ঔষধ প্রশাসন আইন মেনে ঔষধ ব্যবসা পরিচালনার জন্য গঠনমুলক বক্তব্য উপস্থাপন করেন।