মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর এবং উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুই দিন ব্যাপী “উপজেলা সাহিত্য মেলা-২০২৩” শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে এ মেলার শুভ উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, আমাদের তরুণ সমাজ মুক্তিযুদ্ধের স্বপক্ষে অবস্থান নিয়েছেন এটা আমাদের আশার দিক। আমাদের তরুনদের সাহিত্যসহ সকল ভাল কাজে উদ্বুদ্ধ করতে হবে। আগামীতে এ ছাত্র সমাজই দেশের নেতৃত্ব দিবে। পাংশায় এক সময় সাহিত্যর জোয়ার ছিল, আমাদের ডিগ্রিতে পড়ার সময় বাংলায় ৪ টি প্রবন্ধ ছিল তার ৩টির লেখকই ছিল পাংশার। আমাদের পূনরায় সাহিত্য চর্চায় ফিরে যেতে হবে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন-৪০ এর সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, হাবাসপুর বাণী পাঠাগারের সভাপতি প্রবন্ধকার ও কবি বীর মুক্তিযোদ্ধা রাতুল কৃষ্ণ হালদার। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ফারহান ইশরাক।
“পাংশা উপজেলার সাহিত্য সংস্কৃতি” বিষয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানে প্রাবন্ধিক হিসেবে প্রবন্ধ উপস্থাপনা করবেন, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন। প্রবন্ধের উপর আলোচনা করবেন পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী, ড. কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাহিত্যিক ও কবি মোসলেম উদ্দিন মনির।
লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কবিতা, ছড়া, কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ, গবেষণা প্রভৃতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতির উপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির উপ-পরিচালক ফারহান ইশরাক। দুই দিনব্যাপী সাহিত্য মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় শতাধিক কবি, সাতিহ্যি নিবন্ধন করেন। এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাহিত্য সংগঠন স্টল দিয়েছেন। আলোচনা সভা শেষে অতিথিগণ স্টল পরিদর্শন করেন। এ মেলায় কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রথম দিন সাহিত্য মেলায় উপছেপড়া ভীর লক্ষ করা যায়।