স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় একযোগে রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৭৬ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ ও পাশের হারে জেলার সেরা হয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
জানাগেছে, এ বছরের ফলাফলে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। এ বিদ্যালয় থেকে ২৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৩০ জন।
পাংশা উপজেলায় সর্বোচ্চ পাশের হার হোসেন ডাঙ্গা নিলুফার রফিক উচ্চ বিদ্যালয় সর্বোচ্চ। জিপিএ-৫ পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ২৭ জন। আর শতভাগ পাশ করেছে তারাপুর দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছে। বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন এবং পাসের হার ৮৭.৯৬।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস বলেন, পাঠ্যপুস্তকের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা মননে গড়ে তোলার জন্য সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রম দিয়ে যাচ্ছে। বিদ্যালয়ের ভালো ফলাফলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ যেমন হয় তেমন শিক্ষকদের মুখও উজ্জ্বল হয়। আমরা সেই সুনামেই শান্তি খুজে পাই। যখন আমাদের ছাত্রীরা ভালো ভালো বিশ্ব বিদ্যালয়ের ভর্তির সুযোগ পায়, ভালো চাকুরী পায় তখনই একজন শিক্ষক হিসেবে মনে প্রশান্তি আসে। তাই প্রতিটি ছাত্রীকে ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ প্রদান করেন তিনি।
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, রাজবাড়ী জেলার ৫ টি উপজেলাতে ৪৭৬ জন জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ভালো।