জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষ্যে উপজেলার দৌলতদিয়া খানকা শরীফ ও ইমাম বাড়া শরিফ’র আয়োজনে দুটি তাজিয়া শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল ৯টা ১১ মিনিটে গোয়ালন্দ ইমাম বাড়া শরিফ থেকে বিশাল এক তাজিয়া শোক মিছিল বের হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০ টা ১১মিনিটে আরেকটি দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল তাজিয়া শোক মিছিল বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।
তাজিয়া শোক মিছিলে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ ফজলুল হক, ইমাম বাড়া শরিফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মরহুম ইদ্রিস আলী মিয়ার জামাতা আবু সায়েমসহ আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরীদান এ তাজিয়া শোক মিছিলে অংশগ্রহণ নেন।