স্টাফ রিপোর্টার : পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে শনিবার সকালে আঞ্জুমান ই কাদেরিয়ার উদ্যোগে শহরের বড় মসজিদ থেকে বের করা হয় একটি শোক র্যলী (তাজিয়া মিছিল)। শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় বড় মসজিদে গিয়ে শেষ হয়। শোক র্যলীর নেতৃত্ব দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও আঞ্জুমান ই কাদেরিয়ার সভাপতি কাজী ইরাদত আলী। র্যালীতে হাজার হাজার ধর্মপ্রান মানুষ অংশ গ্রহন করে।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে হোসাইন অনুসারীরা বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করছে। কারবালার শোকাবহ এ দিনটিকে মুসলিম বিশ্ব ত্যাগ ও শোকের প্রতীক এবং বিশেষ পবিত্র দিন হিসেবে পালন করে আসছে।