স্টাফ রিপোর্টার : “টেকসই দুগ্ধ শিল্পঃ সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ও প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন উপলক্ষে স্কুল মিল্ক ফিডিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় রাজবাড়ী শহরের বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সহকারী শিক্ষা অফিসার নাসরীন নাহার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আইনুদ্দিন আহমেদ,বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশীদ, ইসলামপুরের নতুন উদ্যোক্তা আকিব সুইটের আরিফুল ইসলামসহ প্রমূখ।
আলোচনা সভায় শেষে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন উদ্যোক্তা আকিব সুইটের আরিফুল ইসলামকে ১লক্ষ টাকা মুল্যের মিল্ক ক্রীম সেপারেটর মেশিন দুধ থেকে মিল্ক ক্রিম তৈরী করার জন্য অত্যাধুনিক মেশিন হাতে তুলে দেন।