স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সহকর্মী শিক্ষকদের হাতে প্রহৃত হয়েছেন কলেজ শিক্ষক আওলাদ হোসেন।
মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া মুনছুর আলী কলেজে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কলেজে শিক্ষকদের ধর ধর করে চিৎকার চেচামেচি শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখতে পাই শিক্ষকদের মধ্যে মারামারি চলছে। লোকজন দেখে গালিগালাজ ও ধাওয়া পাল্টা শুরু হয়। এভাবে প্রায় এক ঘন্টা চলে। আসলে শিক্ষকদের কাছ থেকে আমরা এ ধরণের আচরণ আশা করি না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি।
মুনছুর আলী কলেজের কেমিস্ট্রির শিক্ষক মোঃ আওলাদ হোসেন বলেন, আমার একটা ঋণ ফরমে অধ্যক্ষের স্বাক্ষর নিতে যাই। এসময় শফিউল্লাহ, শরিফুল, হেলাল, পরিতোষ সহ অন্যান্য শিক্ষকরা বসে মোবাইল টিপছিলেন। অধ্যক্ষ স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে কথাকাটাকাটির সৃষ্টি হয়। এক পর্যায়ে অধ্যক্ষ হারুন অর রশিদ সহ অন্যান্যরা আমাকে কিল, ঘুষি, লাথি, চর থাপ্পর মেরে লাঞ্ছিত করেছেন। অধ্যক্ষ আমাকে কাচের টেবিলের উপর কাগজ চাপা রাখার বস্তু দিয়ে আঘাত করেছেন। বিষয়টি ম্যানেজিং কমিটির সদস্য ও কলেজ গর্ভনিং বডির সভাপতিকে অবহিত করা হয়েছে।
মুনছুর আলী কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদ হারুন বলেন, আওলাদ হোসেন কলেজে কখন আসে, কখন যায় এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি রেগে যান। এ সময় অন্যান্য শিক্ষকদের নিয়ে কটুক্তিমুলক কথা বার্তা বলে ও তাদের মারার জন্য তেড়ে যান। বিষয়টি আমি তাকে নিবৃত করেছি। সে কাউকেই বাদ রেখে কথা বলেনি। বিষয়টি সভাপতিকে অবহিত করেছি।
কলেজ গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।