সোহেল রানা : রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের পদ্ম বিলের ৪০০ একর জমিতে জলাবদ্ধতার কারণে এক ফসলী জমিতে পরিনত হয়। কৃষকদের দাবীর প্রেক্ষিতে নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ায় এখন থেকে ৩টি ফসল উৎপাদন করতে পারবেন কৃষক।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন সহ অন্যান্যরা।
জানাগেছে, কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের পদ্ম বিলের মধ্যে বিভিন্ন জমির মালিক পুকুুর খনন করায় ৪০০ একর জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ওই বিলের জমি এক ফসলীতে পরিনত হয়। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকরা পড়ে বিপাকে। উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে জলাবদ্ধতা নিরসনের দাবী জানান।
স্থানীয় কৃষক আঃ করিম বলেন, পদ্ম বিলের ৩টি ফসল উৎপাদন করে সংসার ভালোই চলছিল। কিছু লোক পুকুর খনন করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে একটি ফসল হচ্ছিল। কবে এ অভিশাপ থেকে মুক্তি মিলবে এ দুঃচিন্তায় কপালে ভাজ পড়েছিল। দীর্ঘদিন প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছিলাম। আজ পেলাম খুশির খবর।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব বলেন, জলাবদ্ধতার কারণে ৩ ফসলী জমি এক ফসলী জমিতে পরিনত হয়। তাদের দাবীর প্রেক্ষিতে কৃষকের কষ্ট লাঘবে ইউজিটিপি প্রকল্প থেকে একটি প্রকল্প নিয়ে ১০ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। আশা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০০ একর জমি তিন ফসলি জমিতে রুপান্তরিত হবে। এ খবরে স্থানীয় কৃষকদের মাঝে আনন্দ লক্ষ্য করা গেছে। দ্রুতই কৃষকের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আশা রাখি।