স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কর্তৃক নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অভিযান পরিচালনা কালে মানব পাচার মামলার এজাহার নামীয় ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার এসআই সৈয়দ ইমামুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১৯ আগস্ট রাত সাড়ে ৩ টার সময় নওগাঁ জেলার পত্নীতলা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মানব পাচার মামলার এজাহার নামীয় আসামী নওগাঁ জেলার পত্মীতলা থানার পুইয়া, উত্তরপাড়ার মৃত রহিম মন্ডলের ছেলে মোঃ গোলাম মোস্তফা (৫৫), ভাপিচা গ্রামের বাবু মন্ডলের স্ত্রী সুলতানা আক্তার (৩৫) কে তাদের নিজ বাড়ী হতে গ্রেপ্তার করেন। আসামীদেরকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।