বালিয়াকান্দি প্রতিনিধি : “ যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঐতিহ্যবাহী রামদিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয় । শুক্রবার বিকাল ৪ টায় রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের মাঠে রামদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হোসেন আলী শেখের সভাপতিত্বে মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ আহম্মদ আলী মাস্টার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলীমুজ্জামান শেখ, রাজবাড়ী জেলা বারের আইনজীবি সাজেদুর রহমান ইদ্রিস, শংকর সাহা প্রমুখ। উক্ত খেলায় সার্বিক তত্তাবধায়ন করেন রামদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান।