আবু সাঈদ,কালুখালী প্রতিনিধি : অবহকাল কাল থেকেই মানুষের জাত,কুল ধর্ম,বর্ণ প্রেমের বাধায় আটকা থাকেনি ।
গতিময় সেই প্রেমের স্রোতে ইসলাম ধর্ম গ্রহন করলেন রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বিমল দাসের কন্যা সম্পা দাস(১৮)।
গত বৃহস্পতিবার মুসলিম শরীয়া আইনে তার বিয়ে হয় একই গ্রামের প্রেমিক রাইসুল ইসলামের সাথে। রাইসুল ইসলাম বেয়ালিয়ার আ: রহিম মোল্যার ছেলে। সে রাজবাড়ী সরকারী কলেজের ইকোনোমিক্স ৩য় বর্ষের শিক্ষার্থী।
একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের শিক্ষার্থী সম্পা দাসের সাথে রাইসুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের প্রেম সারাজীবন ধরে রাখতে সম্পা রাইসুলকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বাধা ছিলো ধর্ম। সমাজে হিন্দু মুসলিম বিয়ের নিয়ম নেই। এ অবস্থায় সম্পা ১১-৮-২০২০ ইং রাজবাড়ী ম্যাজিষ্ট্রেট আদালতে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করে। তার নাম রাখা হয় ইয়াসমিন ইসলাম।
পরে সামাজিক ভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহের কাবিন নির্ধারন হয় ২ লক্ষ টাকা। যা রাইসুল বিবাহের আসরেই ইয়াসমিন ইসলামকে(সম্পা) পরিশোধ করেছে।