স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আকতার, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, বিপুল দর্শক।