স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩ টায় মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ওর্য়াড থেকে নেতা কর্মীরা সভাস্থলে আসেন। ৬ নং ওর্য়াডের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব মোল্লার নেতৃত্বে শত শত নেতা কর্মীরা সভা স্থলে আসেন। কর্মী সম্মেলনে মোঃ খন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউসুফ হোসেন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এছাড়া বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম এমপি বলেন, গুম খুনের রাজনীতি এদেশে আর করতে দেওয়া হবে না। পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।