স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে ৩ মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় রতনদিয়া পশু হাট সংলগ্ন রেললাইনের বিপরীতে একটি বাড়ির ছাপড়া ঘর হতে মোঃ হোসাইন টুটুল খান, রতন দাস ও মো: সেলিম মন্ডল নামে তিন মাদকসেবীকে সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যককে ৬ মাস করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।