স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে যুবলীগ নেতার বিরুদ্ধে জোরপুর্বক গাছ কর্তনের অভিযোগ উঠে। গত বৃহস্পতিবার এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের প্রলয় ভট্রাচার্য্যরে ছেলে বিপুল ভট্টাচার্য্য। শুক্রবার তার নিজের জমি থেকে বাঁশ কর্তন করতে গেলে বাঁধা প্রদান করেছে।
বিপুল ভট্টাচার্য্য বলেন, আলোকদিয়া গ্রামের রাজু বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুরাদ বিশ্বাস ভূমি দস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমার বাড়ী সংলগ্ন জমিতে বড় বড় গাছগাছালি যা যুগ যুগ ধরে ভোগদখলকৃত সম্পত্তিতে রয়েছে। বৃহস্পতিবার সকালে গায়ের জোড়ে কুড়াল দিয়ে আমগাছসহ কয়েটি মূল্যবান গাছ কেটে ফেলে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে নিষেধ করলে সে কুড়াল দিয়ে তাকে ধাওয়া করে। দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করলে হুমকি দিয়া বলে, আমার কাজে বাঁধা দিতে আসলে তোকে হত্যা করে ফেলবো। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার নিজের জমি থেকে বাঁশ কর্তন করতে গেলে বাঁধা প্রদান করেছে।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা মুরাদ বিশ^াস বলেন, তাদের শরীকানা সম্পত্তির ক্রয়কৃত জমি বুঝে না দেওয়ায় গাছ কর্তন করেছি। জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু আমাকে নিষেধ করায় আর কোন গাছ কর্তন করিনি।
বালিয়াকান্দি থানার এএসআই মিরাজুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।