স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে পাঁচ গ্রাম হেরোইনসহ মোঃ খবির মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার মাতলা খালী(তালপট্রি পাড়া) গ্রামের মোঃ পিয়ার আলী মন্ডলের ছেলে।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বালিয়াকান্দি থানার মাতলাখালী গ্রামের বকুল শেখের লিচু বাগানের ভিতর অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ খবির মন্ডলকে পঞ্চাশ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনার বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী মোঃ খবির মন্ডলের বিরুদ্ধে পূর্বে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।