স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ ৩ জন, ২ টি গাঁজা গাছসহ একজনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানার এএসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার সময় গোয়ালন্দ ঘাট থানার বিষ্ণপুর গ্রামের বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী রাজবাড়ী সদর উপজেলার কাচরন্দ গ্রামের মৃত আঃ রশিদ গাজীর ছেলে মোঃ রাসেল গাজী (৪৫) কে দশ গ্রাম হেরোইন, এসআই এ.এস.এম ইছা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ১৫ সেপ্টেম্বর সোয়া ৬টার সময় গোয়ালন্দ ঘাট থানার সমীর মৃধার পাড়া গ্রামের হাশেম দেওয়ানের বসত ঘরের পিছনে থেকে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মদনখালী গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে বর্তমান গোয়ালন্দ সমীর মৃধার পাড়া, ৯ নং ওয়ার্ডের বাসিন্ধা হাশেম দেওয়ান (৫৫) কে ২ টি গাঁজা গাছসহ এছাড়াও এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় অফিসারসহ অভিযান পরিচালনা করে গত ১৫ সেপ্টেম্বর রাত পৌনে ১১ টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পোড়াভিটা বাঁশের সাঁকোর মাথায় খাজার ঘরের পার্শ্বে থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উলাইল ইউনিয়নের আমডালা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নায়েব হোসেন হৃদয় (৩৮) ও উত্তর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মহি উদ্দিন শিকদারের ছেলে রেজাউল শিকদার (৪২) কে পাঁচ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। মাদক ব্যবসায়ী রাসেল গাজীর বিরুদ্ধে ১ টি মাদক মামলাসহ ৪ টি মামলা এবং হাসেম দেওয়ানের বিরুদ্ধে ২ টি মাদক মামলাসহ ৪ টি মামলা রয়েছে। আসামীদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।