স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ছে ২৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি ১১ শত টাকা কেজি দরে ক্রয় করেছেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট।
শনিবার সকালে জেলে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে।
মাছটি দৌলতদিয়া ফেরী ঘাটে আড়তে বিক্রি করতে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে ১১ শত টাকা কেজি দরে ২৮ হাজার ৬ শত টাকায় ক্রয় করেন শাকিল সোহান মৎস আড়তের মালিক মোঃ শাহজাহান শেখ সম্রাট।
জেলে আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে জালে মাছটি ধরা পড়ে। পরে ১১ শত টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
মাছ ব্যবসায়ী শেখ সম্রাট বলেন, মাছটি বিক্রি করতে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। অল্প লাভ হলেই বিক্রি করবো।