মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় সামাজিক সংগঠন ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশ’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে শহরের আয়াশ রেষ্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেট কাটা, ক্রেষ্ট প্রদানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ব্লাডর্নাস এসোসিয়েশনের সকল সদস্যগন।
শনিবার দুপুরে এ উপলক্ষে আলোচনা সভায় ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশ’র সভাপতি মাহমুদ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আবু সাঈদ, ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশ’র সাধারণ সম্পাদক হাসিবুল হাসান আব্দুল্লাহ প্রমুখ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয় এবং কেক কাটার মধ্য দিয়ে জমকালো এ আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের রক্তযোদ্ধারা উপস্থিত ছিলেন।