স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী সুর সঙ্গীত একাডেমির ৭ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সংগীত পরিবেশনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মৃগী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের পরিচালক নুরুন্নাহার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান ও রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ আব্দুল লতিফ, পাংশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন, মৃগী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রভাষক নজরুল ইসলাম, শিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার জাহাঙ্গীর আলম বাবলু প্রমুখ। সংগীত পরিবেশন করেন, ফারহান আলমাস অলক, প্রিয়ন্তি বিশ্বাস, ঐশী মন্ডল, পার্থ প্রতীম পাল প্রমুখ।