জহুরুল ইসলাম হালিম : দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খাঁর পাড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে শামিম সরদার (২০)।
রবিবার এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার। তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে পূর্বপাড়া যৌনপল্লীর খাজার ডেক নামক স্থানে কিসমতের হোটেলের সামনে গলির রাস্তার উপর থেকে তাকে ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।