মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পাংশায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেছেন প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এমপি।
রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়। পরে মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে যে সকল স্টল স্থান পেয়েছে তা পরির্দশন করেন অতিথি বৃন্দ।
স্টল পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। ”সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৪০ এর জাতীয় সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন, মাসুদ রেজা শিশির, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ। উন্নয়ন মেলা উপলক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।