মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে রবিবার ৫ জন নারীকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে এ চেক বিতরণ করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এমপি।
প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ক্লাইমেট স্মার্ট সেড নির্মানের লক্ষ্যে উপজেলার মৌরাট, মাছপাড়া, কসবামাজাইল,পাট্টা ও বাবু পাড়া ইউনিয়নের ৫ নারীকে প্রত্যেকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ কালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এমপি।
বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ীর সংরক্ষিত মহিলা আসন-৪০ এর জাতীয় সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুন্ডু, উপজেলা আ.লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পরিসংখ্যান কর্মকর্তা মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।