স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত (চুরি) মামলার আসামী কুষ্টিয়া জেলার কুমারখালী থানার পান্টি গ্রামের খন্দকার সাইদুর রহমানের ছেলে খন্দকার সাগর আলী(৩১), পাংশা উপজেলার চর দুর্লবদিয়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে সুজন সরদার(৩২), এসআই মোঃ টিটুল হোসাইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী বালিয়াকান্দি উপজেলার বহরপুর(দড়িপাড়া) গ্রামের মৃত আনিস দফাদারের ছেলে হানজালা(৩০) এবং এএসআই আল-মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে জিআর-সাজা পরোয়ানাভূক্ত আসামী তেকাঠি গ্রামের বাবু মন্ডলের ছেলে আবু মন্ডলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদেরকে রবিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।