স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার কৃষকরা উপস্থিত ছিলেন।