স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিনবাড়ী গ্রামের মহিউদ্দিন মন্ডলের জমির গাছ জোরপুর্বক কর্তনের অভিযোগ উঠেছে।
মহিউদ্দিন মন্ডলের স্ত্রী কদ ভানু বেগম বলেন, গত ১৫ সেপ্টেম্বর তাদের জমি থেকে জোরপূর্বক আমগাছ, নারিকেল গাছ ও সুপারী গাছ সহ সব্জি গাছ কর্তন করেছে সিহাব, ছালাম ও রুশো নামের তিন ব্যক্তি। জমি খালপাড় পর্যন্ত আমিন নিয়ে এসে মাপার পর খুটি পুতে রাখা আছে। কিন্তুু সম্পন্ন অবৈধভাবে সরকারী খাল পাড় করে আমার জমির লাগানো গাছ কেটে নেট জাল দিয়ে ঘিরে দখল করেছে সিহাব, সালাম ও রুশো। গাছ কর্তনে বাঁধা সৃষ্টি করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এ বিষয়ে অভিযুক্ত সিহাবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এলাকার বাহিরে অবস্থান করছেন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে মহিউদ্দিন মন্ডলের স্ত্রী কদ ভানু বেগম বাদী হয়ে সিহাব, ছালাম ও রুশোর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।