স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ। কল্যাণ সভায় পুলিশ সুপার অফিসার ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন এবং সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ । তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও কোর্ট হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন। আয়োজিত মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।