বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রিয়নাথ বৈরাগী (৫৫) নামে এক কৃষকের লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত রামাপদ বৈরাগীর ছেলে।
জানাগেছে, রবিবার বিকাল ৪ টার দিকে প্রিয়নাথ বৈরাগী বাড়ির পাশের মাঠে ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খুজাখুজি করে। পরে রাত ৭টার দিকে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকার লোকজন বলছেন, তিনি হাড এ্যাটাকে মারা গেছেন। কেও বলছেন, ক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় শ^াস প্রশ^াসের মাধ্যমে বিষক্রিয়া হয়ে তিনি মারা গেছেন। এ বিষয়ে পরিবারের লোকজন কোন অভিযোগ দায়ের করেননি।