স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শণ করেন, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুলস অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকার জন্য নির্দেশনা দেন। তাদের নামে ইস্যুকৃত কিট সমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন। কিট প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রোজাউল করিম।