স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নগদ একাউন্টে বোনাস টাকা যোগ হওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে ১২ হাজার টাকা একাউন্টে টাকা ঢোকানোর পরই চোঁখের পলকে উধাও হয়েছে।
প্রতারনার শিকার গৃহবধু ফাতেমা আক্তার সেতু বলেন, সোমবার তার মুঠোফোনে ০১৯৭৯-৫১৭০৯৬ ও ০১৭৫১-৩১৬৫৮৬ নম্বর থেকে ফোন করে নিজেকে নগদ কাস্টমার কেয়ারের ম্যানেজার পরিচয় দেয়। পরে বলতে থাকে, আপনার একাউন্ট থেকে লেনদেন করার কারণে ১৪ হাজার টাকা বোনাস পেয়েছেন। এখনই সাড়ে ১২ হাজার টাকা আপনার একাউন্টে ঢোকালে টাকা যোগ হবে। তাদের কথা মতো সরল বিশ^াসে আমার একাউন্টে টাকা ঢোকানোর সাথে সাথেই হ্যাক করে নিয়ে যায়। চোঁখের পলকে সাড়ে ১২ হাজার টাকা চলে গেছে।