স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদেরকে হত্যার হুমকি দিয়েছে এক যুবক। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছে ওই শিক্ষক।
অভিযোগ পাওয়া গেছে, গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় গোয়ালন্দ উপজেলার ইবাদুল্লাহ মিস্ত্রীপাড়া গ্রামের মোঃ সামসু সেখের ছেলে মোঃ স্বাধীন সেখ (২২) তার ছোট ভাই মোঃ অন্ত সেখ এর প্রশংসাপত্র নিতে আসে। এসময় স্কুল কর্তৃপক্ষ জানায়, তার ভাই অন্ত সেখ ইতোপূর্বে প্রশংসাপত্র নিয়ে গেছে। এরপরও স্বাধীন সেখ প্রধান শিক্ষককে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে এবং বলে, ১০ বার চাইলে ১০ বারই দিতে হবে। এরপর স্বাধীন সেখ প্রধান শিক্ষককে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। পরদিন ১৫ সেপ্টেম্বর ওই যুবক নিজের ফেসবুকে প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদেরের বিভিন্ন ছবিতে মিথ্যা অপবাদ, আপত্তিকর কথা ও মানহানিকর কথা লিখে পোস্ট করে। এতে ওই প্রধান শিক্ষকের পারিবারিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ফকীর আব্দুল কাদের গত ১৭ সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ (রিসিভ নং-৬৫৪/২৩) দায়ের করেন।