স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহরের ১ নং বেড়াডাঙ্গায় সমপদ কার্যালয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৬টি অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে এ সকল গাভী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও সমপদের উদ্যোগে বিনামূল্যে গাভী বিতরণ অনুষ্ঠানে সমাজ উন্নয়ন পরিষদ সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এনজিও সমপদের উপদেষ্টা হাসিনা ইসলাম প্রমুখ।
সমাজ উন্নয়ন পরিষদ সমপদ এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থয়ানে এ পর্যন্ত ২৪টি অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ২৪ টি গাভী বিতরণ করা হয়েছে।