স্টাফ রিপোর্টার : মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কাস্মিয়া বিল ও সিঙ্গারা বিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব।
এ অভিযানে ২লক্ষাধিক টাকা মূল্যের ৭৮ টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ও কালুখালী থানা পুলিশের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।