স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী থানার ওসি পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ভূলে টাকা গেছে ভূয়া ম্যাসেজ পাঠিয়ে এসপি অফিসের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালিয়েছে প্রতারক চক্র।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব বলেন, মঙ্গলবার ০১৯৫৯৭০৪১৮২ ও ০১৩০২-২৫৮৪৭৫ মোবাইল নম্বর থেকে কালুখালী থানার অফিসার ইনচার্জ পরিচয় দিয়ে এসপি অফিসের কথা বলে বিভিন্নজনকে ফোন দিয়ে বিকাশ বা নগদে টাকা ভুলে পাঠানো হয়েছে মর্মে ভুয়া মেসেজ দিয়ে টাকা ফেরত দাবী করছে। সবাই প্রতারক ও ভন্ড। কল দিয়ে ভয়ও দেখাচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। কোন টাকা দেয়া যাবে না।
কালুখালী থানার ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ^াস বলেন, কয়েকদিন ধরেই বিভিন্ন সহজ সরল মানুষকে বোকা বানিয়ে প্রতারক চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে এ পর্যন্ত একজন ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।