স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে সোমবার থানার অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার মূলঘর ইউনিয়নের ভগিরতপুর পূর্বপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কোলা গ্রামের মোঃ কাদের মিজির ছেলে আসামী মোঃ তৈয়ব মিজি (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।