স্টাফ রিপোর্টার : রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে প্রতিবন্ধীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী পৌরসভার উদ্যোগে এ খেলার আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী -১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী মন্ডল। সভাপতিত্ব করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। খেলায় রাজবাড়ী পৌরসভা একাদশ ৬-৪ গোলে জেলা পরিষদ একাদশকে পরাজিত করে। পরে পুরস্কার বিতরণ করা হয়।