মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় আইডিয়াল গালর্স কলেজ কেন্দ্রের ১৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দায়িত্ব অবহেলার কারণে ২ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার পাংশা আইডিয়াল গালর্স কলেজ কেন্দ্রের ভেন্যু পাইলট বালিকা বিদ্যালয়ে পরীক্ষা পরির্দশনে যান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেঢ মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এ সময় কেন্দ্রের ১০২, ১০৪, ১০৫ নং কক্ষে পরীক্ষার্থীরা বইয়ের পাতা ছিড়ে অসাধুপায় অবলম্বন করে এমন দৃশ্য চোঁখে পড়ায় সাথে সাথে পরীক্ষার্থীদের দেহ তল্লাশী করে বইয়ের পাতা ও মোবাইল ফোন পাওয়ায় তাৎক্ষনিক তাদের পরীক্ষার হল থেকে বহিস্কার করার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ প্রদান করেন। কেন্দ্র সচিব পাংশা আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান ওই শিক্ষার্থীদের বহিস্কারের সুপারিশ করেছেন।
এইচএসসি (বিএমটি) শাখার ইংরেজি ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। বহিস্কার হওয়া শিক্ষার্থীরা কালুখালী সরকারি কলেজের ৬ জন, মাজবাড়ী ডিগ্রি কলেজের ২ এবং আলহাজ¦ আমজাদ হোসেন ডিগ্রি কলেজের ৬ জন শিক্ষার্থী। আর ২জন অব্যাহতি পাওয়া শিক্ষক কলিমহর জহুরুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক স্বপন মন্ডল অপর জন পাংশা আডিয়াল গালর্সের শিক্ষক তাসলিমা খানম।
কেন্দ্র সচিব পাংশা আইডিয়াল গালর্স কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার সরাসরি অসাধুপায় অবলম্বণ করা হাতেনাথে ধরে তাদের বহিস্কার করার সুপারিশ করেছেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, পরীক্ষা শুরুর আগ থেকেই বিভিন্ন প্রস্তুতি মূলক সভায় পরীক্ষা সচ্ছ হওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। পরীক্ষার হলে ১৪জন শিক্ষার্থীদের কাছে নকল ও মোবাইল পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে। একই সাথে ২জন শিক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।