স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মাদক মামলায় মোঃ হাসান গাজী (৩২) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে । মোঃ হাসান গাজী সাতক্ষীরা জেলার ঘোষ্পাড়া কলোনী এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে।
মঙ্গলবার রাজবাড়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী হাসান গাজী অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানাগেছে, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার শ্রী দাম দত্তের পাড়া নির্মল কুন্ডুর বাড়ীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী পরিবহনে চেকিং ডিউটি কালে ২০১২ সালের ২৫ এপ্রিল এসআই মোঃ আতাউর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মোঃ হাসান গাজীকে দ্রুত গতিতে হেটে গোয়ালন্দ বাজারের দিকে যাবার সময় তার তার গতিবিধি সন্দেহ জনক মনে হলে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় গোয়ালন্দ থানায় হাসান গাজীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।
রাজবাড়ী অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু বক্কর যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।