সোহেল রানা : রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে। মেয়রের এ ধরণের কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ মামলা দায়ের করেছেন গোয়ালন্দ পৌরসভার নছরদ্দিন সরদারপাড়ার মৃত মালেক শেখের ছেলে মোঃ শহিদ শেখ।
মামলায় অভিযোগে বাদী শহিদ শেখ বলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাঁধা নিষেধ উপেক্ষা করে পায়ে জুতা পরা অবস্থায় প্রভাব খাটিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোয়ালন্দ পৌর সভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল উঠে পুষ্পমাল্য অর্পন করেন। স্বেচ্ছাকৃত ভাবে জুতা পরে তার অশ্লীল কার্যের মধ্যে পড়ে এবং দৃশ্যমান কল্পমুর্তির প্রতিচ্ছবি বা কার্য ঘটায় বাংলাদেশের স্বীকৃত ও গর্বিত স্বাধীনতার মহানায়ক শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা ও অবমাননা সৃষ্টি করেছে। বিষয়টি মরোনোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্ষকাতর মানহানির শামিল। বিষয়টি বাঙ্গালী জাতি ও দেশবাসীর জন্য গভীর দুঃখ ও বেদনার এবং পাশাপাশি অনুরুপ অবমাননা। একই সঙ্গে স্বদেশ ও বহিবিশে^ বঙ্গবন্ধুর ব্যক্তিত্বকে তিরস্কার ও অট্রহাসিতে খাটো করেছে। এতে বাদীর অনুভুতিতে যথেষ্ট আঘাত করেছে। বিষয়টি বিচার দাবী করেন।
মামলার বাদী শহিদ শেখ বলেন, বিষয়টি নজরে আসায় গত ১৪ সেপ্টেম্বর রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ মামলাটি দায়ের করা হয়।
রাজবাড়ী বারের আইনজীবি এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, মামলাটি আমলে নিয়ে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুধাংশু শেখর রায় বিষয়টি তদন্তপূর্বক আগামী ১১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আসেন সরেজমিনে দেখে যান ওখানে বঙ্গবন্ধুর ভাস্কার্য্য আছে কিনা। আর বিষয়টি আমার শত্রুরা এগুলো করছে।
উল্লেখ্য, এ বিষয়কে কেন্দ্র করে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল সাংবাদিকদের অশ্লীল গালিগালাজ করলে ফুঁসে ওঠে রাজবাড়ী জেলার সাংবাদিক সমাজ। পরে বিচার দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।