স্টাফ রিপোর্টার : রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।
শনিবার রাজবাড়ী-২ নির্বাচনী এলাকায় কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারণা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে এলাকায় উন্নয়ন তুলে ধরে পুনরায় প্রধানমন্ত্রী’র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় সরকার গঠনের সহায়তা করা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ সংসদীয় আসনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা উন্নয়ন বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু বলেন, প্রধানমন্ত্রী নতুন নেতৃত্বকে অগ্রাধিকার ভিত্তিতে আমি প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন প্রদান করবেন, আমি তার পক্ষে কাজ করতে আগ্রহী। আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে মাঠে কাজ করেছি।
তিনি বলেন, ১-১১ এ আন্দোলন মাঠে কাজ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করি।