স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, ডাকাতি ও নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে চুরিসহ ১৪ মামলার আসামী মোঃ বাহাদুর বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে ফরিদপুর কোতয়ালী থানার মুরারীদাহ গ্রামের মৃত করিম বিশ^াসের ছেলে।
শনিবার সকাল ৯টায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড নামক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদক ব্যবসায়ী মোঃ বাহাদুর বিশ্বাসকে তার পরিহিত লুঙ্গির মধ্যে সাদা কাপড় দিয়ে বিশেষ ভাবে তৈরি চেইনযুক্ত পকেটে রক্ষিত একুশ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ বাহাদুর বিশ্বাসের বিরুদ্ধে ৭ টি মাদক, ৬ টি নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে চুরি ও ১ টি ডাকাতি মামলাসহ ১৪ টি মামলা রয়েছে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।