স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে নগদ ছয় হাজার ছয়শত বিশ টাকা ও ১০৪ টি তাস এবং একটি প্লাস্টিকের বস্তার তৈরি চটসহ ৮ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৫টার সময় গোয়ালন্দ উপজেলার ইমান খারপাড়া গ্রামের খালেক বিশ্বাসের বসত ঘরের মধ্যে থেকে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার সময় ইমান খার পাড়ার মৃত ছৈজুদ্দিন ফকিরের ছেলে মোঃ জালাল ফকির (৪৬), আজিম খানের ছেলে আলমগীর খান (৩৭), মৃত শওকত সরদারের ছেলে ফরহাদ সরদার (৩৪), ইদ্রিস মিয়ার পাড়ার মোঃ রশিদ মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩০), হোসেন মন্ডল পাড়ার মৃত ফকরুদ্দিন ফকিরের ছেলে মোঃ আবুল ফকির (৪৫), ১নং বেপারী পাড়ার মৃত হবি মোল্লার ছেলে হালিম মোল্লা (৩৫), মৃত কামাল ফকিরের ছেলে আলাল ফকির (৫২), টাঙ্গাইল সদর থানার আনুহুলা গ্রামের মৃত আলাল ফকিরের ছেলে ও শামছু মাষ্টার পাড়া (খালেক বিশ্বাসের বোডিংয়ের ম্যানেজার) জসিম ফকির (৪০) কে নগদ ৬ হাজার ৬২০ টাকা, বিভিন্ন রংয়ের ১০৪ টি তাস, একটি প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি চট সহ গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।