স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট-ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামে সাপের কামড়ে আঁখি খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে ওই স্কুল ছাত্রীর মৃত্যু হয়। সে বরাট ভাকলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
নিহত আঁখির বাবা আঃ আলিম মল্লিক বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ আঁখির হাতে কামড় দেয়। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে রাত সাড়ে ১০টায় ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য শনিবার সকাল সাড়ে ৭টায় ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আঁখি মারা যায়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, আঁখির রক্ত পরীক্ষার পর তাকে হাসপাতাল থেকে নিয়ে স্বজনরা পালিয়ে যায়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর সকল চিকিৎসক তাকে সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।