রুবেলুর রহমান : স্কুল প্রতিষ্ঠার প্রায় ৮২ বছরে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজবাড়ী জেলার মাধ্যমিক স্তরের সর্বচ্চো বিদ্যাপীঠের একটি রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান ছাত্রীদের পূর্ণমিলনী। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের হলরুমে পূর্ণমিলনী আহ্বায়ক কমিটি এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
জানাগেছে, ১৯৪১ সালে প্রতিষ্ঠা হয় রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। তখন বিদ্যালয়টি অন্য নামে ছিলো। এবং ১৯৬১ সালে বিদ্যালয়টি রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নামকরণ হলেও ১৯৭০ সালে সরকারী হয়। দীর্ঘ প্রায় ৮২ বছরের প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাক্তণ ও বর্তমান ছাত্রীদের পূর্ণমিলনী। এই পূর্ণমিলনী সফল করতে দেবাহুতি চক্রবর্তীকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। “হোক না বয়স আঠারো কিম্বা আশি, এসো প্রাণে প্রাণ মিশিয়ে এক সাথে হাসি” এই স্লোগানে আগামী ২৮ সেপ্টেম্বর বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে মেহেদী উৎসবের মাধ্যমে শুরু হবে পূর্ণমিলনীর উৎসব। উৎসবে যোগ দিতে ৭৬৭ জন ছাত্রী রেজিস্ট্রেশন করেছে। ২৯ সেপ্টেম্বর সকাল ৮টায় জাতীয় সংঙ্গীতের সাথে জাতায় পতাকা উত্তোলন এবং র্যালীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে পূর্ণমিলনী। দিনভর হৈ-হুল্লর, নাচ-গান, ব্যাচ অনুযায়ী স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে পূর্ণমিলনী প্রাণবন্ত করতে থাকছে কোন অতিথি।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, সাবেক সংরক্ষিত আসনের এমপি ও প্রাক্তন ছাত্রী কামরুন নাহার চৌধুরী লাভলী, পূর্ণমিলনীর আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও প্রাক্তন ছাত্রী মিরুনা বানু মুন, যুগ্ম আহ্বায়ক নুরতাজ তাজিয়াসহ বিদ্যালয়ে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রীরা। সাংবাদিক সম্মেলনে পূর্ণমিলনী সফল করতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন আহ্বায়ক কমিটি।