স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক একশত গ্রাম গাঁজা সহ করিম মোল্যা (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের মৃত ঝরু মোল্যার ছেলে।
রবিবার রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে থানার এসআই মোঃ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজবাড়ী থানার বড় মুরারীপুর গ্রামের করিম মোল্যার দক্ষিন দুয়ারী একচালা টিনের বসত ঘরের মধ্যে থেকে করিম মোল্যাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।