জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ষাট পিছ ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) রব বাড়ীওয়ালার ভাড়াটিয়া সুরুজ মিয়ার মেয়ে।
গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) ভিতর হতে মাদক ব্যবসায়ী রাহেলাকে ষাট পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদক ব্যবসায়ী রাহেলার বিরুদ্ধে পূর্বের আরো ০২ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।