স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি সাব রেজিষ্ট্রি অফিসে সরকারি রাজস্ব আদায়ের বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় ২ সাংবাদিককে বেঁধে পেটানোর হুমকি সহ লাঞ্ছিত করে সাব রেজিষ্ট্রার। এ ঘটনায় সোমবার সকালে রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার মোঃ সাজেদুল হক তদন্ত সম্পন্ন করেছেন।
জানাগেছে, দৈনিক কাল বেলার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ হোসেন রুবেল ও নিউজ ২৪ এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীকে গত ১১ সেপ্টেম্বর দুপুরে বালিয়াকান্দি সাব-রেজিষ্টারের খাস কামরায় অতিরিক্ত অর্থগ্রহণের বিষয়ে জানতে চাইলে সাব রেজিষ্ট্রার আমির হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বলেন, তোর বাপের কাছ থেকে কি অতিরিক্ত টাকা নেয়, কিসের সাংবাদিক। আমি সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ কারো পরোয়া করি না, কর্মচারীদের ডেকে বলে বেঁধে পেটা। একপর্যায়ে দলিল লেখকরা এগিয়ে আসছে পরিস্থিতি শান্ত হয়।
সাংবাদিক মিঠুন গোস্বামী ও রিয়াদ হোসেন রুবেল বলেন, সাব রেজিষ্ট্রারের অতিরিক্ত অর্থের চাহিদার বিষয়ে গ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে সাক্ষাতকার নিতে সাব রেজিষ্টারের কার্যালয়ে যান। এসময় সাংবাদিক পরিচয় দিতেই সাব-রেজিস্টার আমীর হোসেন রেখে বলতে থাকেন, আমি সাংবাদিক, ছাত্রলীগ, যুবলীগ কাউকে পরোয়া করি না। অতিরিক্ত টাকা নেওয়ার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, তোর বাপের কাছ থেকে টাকা নেই, এর প্রতিবাদ করলে পিয়ন অধির বিশ^াসকে ডেকে বলেন, এ দুজনকে দরজা আটকিয়ে বেঁধে পেটাও। এরা কিসের সাংবাদিক দেখে নেব। তার এ অশোভনীয় আচরণ আমাদেরকে আহত করেন।
রাজবাড়ী জেলা রেজিষ্ট্রার মোঃ সাজেদুল হক বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশের সোমবার বিষয়টি তদন্ত করা হয়। তদন্তকালে সংবাদকর্মী মিঠুন গোস্বামী, রিয়াদ হোসেন রুবেল, রুবেল চিশতি, জয়নাল আবেদীন সহ দলিল লেখক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। শিঘ্রই তদন্ত প্রতিবেদন পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে।